ভোলা বাংলাদেশের সর্ব দক্ষিনের একটি বৃহত্তম জেলা।এটি বাংলাদেশের সবচেয়ে বড় ব-দ্বীপ এবং দেশের একমাত্র দ্বীপ জেলা।এর পূর্বনাম ছিল শাহবাজপুর।ভোলা জেলা হিসেবে তার কার্যক্রম শুরু করে ১৯৮৪ সালে।এ জেলার আয়তন ৩,৪০৩.৪৮ বর্গ কিলো. এবং লোকসংখ্যা আছে প্রায় ২০,৩৭,২০১ জন।
ভোলা জেলার পূর্বে রয়েছে- লক্ষ্মীপুর, নোয়াখালী জেলা আর মেঘনা ও শাহবাজপুর নদী, পশ্চিমে রয়েছে বরিশাল, পটুয়াখালী জেলা আর তেঁতুলিয়া নদী, উত্তরে রয়েছে বরিশাল, লক্ষ্মীপুর জেলা আর মেঘনা নদী এবং দক্ষিণে রয়েছে- বঙ্গোপসাগর।