তুলাতুলি ভোলা জেলা শহর থেকে মাত্র ৩ কিঃ মিঃ দূরে মেঘনা নদীর তীরেই ছোট্ট একটি বাজার যা তুলাতুলি নামে খ্যাত।
মেঘনার বিশালতা, সুনীল আকাশ, পানির ঢেউ সাথে শীতল বাতাস আর সিসি ব্লকে ঘুরে বেড়ানো যেকোন ভ্রমণকারীর কাছেই বেশ মজার একটা বিষয়। ভোলা সদরের কাছাকাছি হওয়ায়। প্রতিদিনই এখানে স্থানীয় ভ্রমণকারীদের আনাগোনা থাকে। তবে শুক্রবার ও অন্যান্য ছুটির দিনে এখানে লোকজনের আগমন বেশি থাকে। শহরের যান্ত্রিক কোলাহল থেকে একটুখানি শ্বঃস্তির আশায় ভ্রমণ পিপাসু লোকজন এখানে ছুটে যান। তুলাতুলিতে ঈদ, পূজা ও অন্যান্য উৎসবে পুরো ব্লক এরিয়া লোকে কানায় কানায় ভরে যায়। তুলাতুলিতে গিয়ে আপনি, নৌকা ভ্রমণ না করলে আপনার ভ্রমণে কিছুটা অতৃপ্তি থাকবে।
এখানকার বাজারে পাবেন সু-স্বাধু পিঠা। আপনি চাইলেই তুলাতুলি বাজার থেকে তরতাজা ইলিশ কিনে নিতে পারেন। কাজেই আপনি. ভোলা শহরে আসলে, তুলাতুলির বেঁড়িবাধের সিসি ব্লকে বসে, একটি বিকেলের শীতল হাওয়া খেতে কখনই ভুল করবেনা।