Ring ring
Blog
বীর উত্তম মোঃ শাহে আলম
Jm
বীর উত্তম শাহে আলম ভোলা জেলার দৌলতখান থানার চরখলিফা ইউনিয়নের দিদারুল্যাহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের খবর পেয়ে তিনি পাকিস্তান থেকে ছুটি নিয়ে ভোলায় নিজ গ্রামে আসে। এর কিছুদিন পরেই শুরু হয় মুক্তিযুদ্ধ। সেসময় শাহে আলম মুক্তিযুদ্ধে যোগ দেন। এরপর তাকে প্রশিক্ষনের জন্য ভারতে নেওয়া হয়। সেখান থেকে ফিরে তিনি ৪নং সেক্টরের অধীন সিলেটে যুদ্ধ করেন। সিলেটের সুরমা নদীর ওপরের ব্রীজের দখল নিতে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর কানাইঘাট এলাকায় মুক্তি ও পাক বাহিনীর ব্যাপক যুদ্ধ শুরু হয়। শাহে আলমের নেতৃত্বে এক প্লাটুন মুক্তিযোদ্ধা সেখানে অবস্থানরত পাক সেনাদের আক্রমন করে। এসময় পাক সেনারা তাদের নিকট থাকা ব্যাংকার থেকে গুলি ছুড়তে থাকে। শাহে আলম জীবন বাজি রেখে ক্রলিং করে, আস্তে আস্তে সামনে. এগিয়ে গিয়ে ব্যাংকার লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। ঠিক তাখনি পাক সেনাদের একটি গুলি এসে তার খুলিতে লাগে। গুলিতে তার মাথার খুলি উরে যায়। তার বীরত্ত্বের জ্ন্য তাকে বীর উত্তম খেতাব দেয়া হয়।




U-ON
Bhola, Bangladesh
Home |
Back |
Top ^

Www.Bhola.Waphall.Com