Ring ring
Blog
মোঃ রফিকুল ইসলাম (বীর বিক্রম)
রফিকুল ইসলাম ভোলা জেলার দৌলতখান থানার চরখলিফা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি ১৯৭১ সালে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীন জয়দেবপুরে কর্মরত ছিলেন। পরে তাকে এস ফোর্সের অধীন নবগঠিত একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভূক্ত করা হয়।
১৯৭১ সালের ১২-১৪ ডিসেম্বর ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়া মুক্তির পর মুক্তিবাহিনীর একটি দল সরাইলের চান্দুরায় অগ্রসর হয়। রফিকুল ইসলাম ও তাঁর সহযোদ্ধারা ধর্মনগর-হরষপুর-পাইকপাড়া হয়ে সামনের দিকে অগ্রসর হন। এখানে মুক্তিযোদ্ধারা, তিনটি দলে ভাগ হয়ে যুদ্ধে অংশ নেয়।রফিকুলের দল ছাড়া বাকি যে দুটি দল ছিল তারা চান্দুরার নিকট ইসলামপুরে পৌছালেই একদল পাকবাহিনী সেখানে হাজির হয় এবং শুরু হয় তাদের সম্মুখযুদ্ধ। আশে-পাশই ছিল রফিকুল ইসলামের দলটিও। আওয়াজ পেয়ে তারাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।যুদ্ধে পাকসেনাদের আক্রমন প্রচন্ডতায় মুক্তিযোদ্ধারা. দিশেহারা হয়ে পড়ে। তাই তারা একটি নিরাপদ আশ্রয়ের জন্য তিতাস নদীর অপর পারে অবস্থান নেয়। রফিকুল ইসলাম ও তার সহযোদ্ধাদের সাহসীকতার কারনে কে এম শফিউল্লাহসহ আর কিছু মুক্তিযোদ্ধা নিরাপদে, সরে আসতে পারে। কিন্তু যুদ্ধের একপর্যায়ে পাক সেনাদের একটি গুলি এসে রফিকুলের শরীরে লাগে আর তাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সে যুদ্ধে রফিকুল ইসলামসহ দু'জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং এ এস এম নাসিমসহ ১১ জন আহত হন। অন্যদিকে ২৫ জন পাকসেনা নিহত ও ১৪ জনকে বন্দী করা হয়। শহীদ দুই মুক্তযোদ্ধাকে চান্দুরায় সমাহিত করা হয়।




U-ON
Bhola, Bangladesh
Home |
Back |
Top ^

Www.Bhola.Waphall.Com