লাক্স চ্যানেল আই সুপার স্টার ও জনপ্রিয় অভিনয় শিল্পী মীম ১৯৮৯ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বীরেন্দ্রনাথ সাহা। তিনি পেশায় একজন অধ্যাপক। মীম রাজশাহীতে জন্মগ্রহণ করলেও তার শৈশব ও কৈশর কাটে ভোলা জেলা শহরে। তার বাবা তখন ভোলা কলেজের অধ্যাপক ছিলেন। মীম নবম শ্রেণী পর্যন্ত ভোলা গালস স্কুলে পড়াশুনা করেন। এরপর তার বাবাকে কুমিল্লা ভিক্টোরিয়া. কলেজে বদলী করা হয়। পরিবারের সকলের সঙ্গে মীমও চলে যান কুমিল্লায়। সেখান থেকেই শুরু হয় তার পরবর্তী জীবন।