Blog
গোলরক্ষক মোঃ আমিনুল হক।
20140803085157
আমিনুল হক ১৯৮০ সালের ১০ অক্টোবর ভোলা জেলার দৌলতখান উপজেলায় জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তার ফুটবলে দীক্ষা হয়। আর এক্ষেত্রে তার পথ প্রদর্শক হিসেবে ছিলেন মেঝ ভাই মঈনুল হক। তিনিও একজন ফুটবলার। তিনি ১৪ বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবল খেলেন। ১৯৯৩ সালে পাইওনিয়ার লীগে সিটি ক্লাবের হয়ে খেলার সময় সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনির নজর কাড়তে সক্ষম হন। জনি তাকে মোহামেডানে নিয়ে আসলেও মাঠের বাইরে থেকেই অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। ১৯৯৬ সালে ফরাশগঞ্জের হয়ে প্রিমিয়ার ফুটবল লীগের বড় কোন আসরে তার যাত্রা শুরু হয়। প্রথম বছরেই তিনি অসাধারন দক্ষতা আর সাহসের পরিচয় দেন। মাত্র ১৬ বছরের এই তরুণ আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়নের মত শক্তিশালী দলের সঙ্গে দুর্দান্ত নৈপুন্যের সাক্ষর রাখেন।
তার পরের বছরই আমন্ত্রণ পান মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে। ঐ বছর তার নৈপুর্ন্যে লীগ চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ১৯৯৯ তে তিনি আবাহনীতে যোগ দেন। ফেডারেশন কাপে দুর্দান্ত খেলা উপহার দেন তিনি। চ্যাম্পিয়ন হয় আবাহনী। পরের বছর আবার ফরে আসেন মুক্তিযোদ্ধায়। এরপর মুক্তিযোদ্ধার হয়ে ২০০০ সালে লীগ ও ম্যাকডোনাল্ড কাপ ২০০১ সালে ফেডারেশন কাপ ও ২০০৩ সালে জাতীয় ফুটবল লীগ চ্যাম্পিয়ন কাপ জেতেন তিনি। ২০০৫ সালে তার নেতৃত্বে গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা।

গোলরক্ষক আমিনুল হক ক্লাবের চেয়ে জাতীয় দলের হয়ে ছিল আর ভয়ংকর। ১৯৯৭ সালে মালয়েশিয়ায় বিশ্বকাপ বাছাই পর্বে তার প্রথম অভিষেক হয় জাতীয় দলে। এরপরে নেপালে প্রথম সাফ ফুটবলে অংশ নেন তিনি।

Aminul
১৯৯৯ সালে ভারতের গোয়ায় ২য় সাফ ফুটবল ও ঢাকায় বঙ্গবন্ধু কাপে জাতীয় দলের জার্সি গায়ে খেলেন তিনি। ২০০১ সালে সৌদি আরবে বিশ্বকাপ বাছাই পর্বে অসাধারণ খেলেন তিনি। ২০০৩ সালে ভুটানে অনুষ্ঠিত জিগমে দর্জি ওয়াং চুক স্মৃতি ফুটবল এবং ঢাকায় ৩য় সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বংলাদেশের অন্যতম নায়ক তিনি। সেই সাফ ফুটবলের ফাইনাল ম্যাচে টাইব্রেকারে মালদ্বীপের ২য় শর্ট ঠেকিয়ে তিনি বাংলাদেশের জয়ের মঞ্চ তৈরি করে দেন। এরপর থেকেই আমিনুল হয়ে উঠে বাংলাদেশ দলের নির্ভরতার প্রতীক। ২০০৫ সালে মিয়ানমারে চার জাতির গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপ ও পাকিস্তানের করাচিতে ৪র্থ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সাপ বাংলাদেশ দলের নেতৃত্ব দেয়ার সাথে সাথে দুর্দান্ত খেলেন তিনি। বাংলাদেশের ফুটবলের ক্ষয়িষ্ণু সময়ে তিনি হয়ে ওঠেন এক ফুটবল নক্ষত্র।




U-ON
Bhola, Bangladesh
Home |
Back |
Top ^

Www.Bhola.Waphall.Com


The Soda Pop