Lamborghini Huracán LP 610-4 t
Blog
আজিজুদ্দিন আহমদ
আজিজুদ্দিন আহমদ ১৮৯৭ সালে ভোলা জেলার দৌলতখান উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী আবদুল লতিফ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমে ও বিএল ডিগ্রী লাভ করেন। এরপরে যোগ দেন আইন পেশায় এবং অল্প সময়ের মধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেন।

আজিজুদ্দিন আহমদ ১৯৪৭ সালে পাকিস্তানের প্রথম গনপরিষদের সদস্য হন। এরপর ১৯৫১ সালে তিনি তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন। তিনি ১৯৫৮ সালের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
বিশিষ্ট এ রাজনৈতিক ব্যক্তি ১৯৬৮ সালের ১০ জুলাই মৃত্যুবরণ করেন।





U-ON
Bhola, Bangladesh
Home |
Back |
Top ^

Www.Bhola.Waphall.Com